ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

ঢাকা: রাজধানীর শান্তিবাগে একটি নির্মাণাধীন ভবনের ১০ তলা থেকে পড়ে প্রাণ হারালেন খালিদ (১৮) নামে এক শ্রমিক।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত খালিদ রংপুর গংগাচড়া উপজেলার ফুলবাড়ির চওড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

সহকর্মী ও ভাই মো. খাদিমুল ইসলাম জানান, তারা একসঙ্গে শান্তিবাগ পানির পাম্পের পাশে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। খালিদ রাজমিস্ত্রীর সহযোগী ছিলেন। সকালে তারা একেকজন একেক তলায় কাজ করছিলেন। অন্য সহকর্মীদের সঙ্গে খালিদ ১০ম তলায় কাজ করছিলেন। এসময় তারা শুনতে পান, ভবন থেকে নিচে পড়ে গেছেন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।