ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটকা ফাটানো নিয়ে মারামারি, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
পটকা ফাটানো নিয়ে মারামারি, নিহত ১

ঢাকা: রাজধানী শেরেবাংলা নগর পশ্চিম আগারগাঁও এলাকায় পটকা ফাটানো নিয়ে খলিল (৬৫) নামে এক ব্যক্তিকে মারধর করে। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত খলিল বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করতেন তিনি।

রোববার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, শনিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও বনলতা নির্মাণাধীন ভবনের সামনে পটকা ফাটানো নিয়ে কয়েকজন তাকে মারধর করে। এতে সে আহত হয়ে পড়লে প্রথমে তাকে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ভর্তি করানো হয় হৃদরোগ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সারে ৭টার দিকে তিনি মারা যায়।

তিনি আরও বলেন, পশ্চিম আগারগাঁওয়ে খেলাধুলাকে কেন্দ্র করে পটকা ফাটানো হয়েছে। পরে সেখানে বাচ্চাদের মারামারি এক পর্যায়ে খলিল সেটা মীমাংসা করতে যায়। পরে খলিলকে কিল ঘুষি মেরে আহত করা হয়। পুরো বিষয়টি এখনো তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ