ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস উদযাপনে ১২ দিনের কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস উদযাপনে ১২ দিনের কর্মসূচি

টাঙ্গাইল: টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস উদযাপনে নেয়া হয়েছে ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি।

এ উপলক্ষে রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

পরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও পৌরসভার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।

এছাড়াও পরবর্তী ১১ দিনে থাকছে বিভিন্ন কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

এদিন উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি।  

এতে সভাপতিত্ব করবেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। তিনি আরও দুই দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।  

সমাপনী দিনসহ বাকি ৮ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।  

এছাড়া মহান বিজয় দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

১২ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যথাক্রমে, নাট্যকার ও অভিনেতা বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন আমু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, সাহিত্যিক ও গবেষক শিক্ষাবিদ মুনতাসির মামুন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত এমপি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান এমপি, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়, বিশিষ্ট কলাম লেখক অজয় দাশ গুপ্ত ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।  

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ভারতসহ বাংলাদেশের জাতীয় ও স্থানীয় শিল্পীরা।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।