ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-সিলেট বিরতিহীন ট্রেন চালুর দাবিতে ডিও লেটার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
ঢাকা-সিলেট বিরতিহীন ট্রেন চালুর দাবিতে ডিও লেটার ফাইল ফটো

হবিগঞ্জ: ঢাকা-সিলেট রেলপথে নন স্টপ রেল চালুর দাবি জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

রোববার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়টির সচিব ড. হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত একটি ডিও লেটার দিয়েছেন তিনি।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সোহাইল আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিওতে মিলাদ গাজী উল্লেখ করেন, সিলেটের মানুষ ব্রিটিশ শাসনামল থেকেই রেল ভ্রমণে আগ্রহী। এখান থেকে দিনে হাজারো মানুষ রেল যাথায়াত করেন। কিন্তু ঢাকা-সিলেট রেলপথে রেলের সংখ্যা অনেক কম, যাত্রীরা প্রয়োজন মতো টিকিট পাচ্ছে না। আন্তনগর ট্রেনগুলোর চলাচলে অনেক বিরতি থাকায় যাত্রীদের সময়ক্ষেপণ হয়। চাহিদা অনুযায়ী এ পথে একটি নন স্টপ অর্থাৎ বিরতিহীন রেল চালু হলে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ উপকৃত হবে।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।