ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৩ কোটি টাকা ঋণ পেলেন ৩০২ কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
নওগাঁয় ৩ কোটি টাকা ঋণ পেলেন ৩০২ কৃষক

নওগাঁ: নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহদী হাসান।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিআরডিবির উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংকের এরিয়া ব্যাবস্থাপক এনামুল বশির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যাবস্থাপক নবিউল করিম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

দিনব্যাপী কৃষি ঋণ মেলায় সদর উপজেলার ৩০২ জন কৃষকের মাঝে ৩ কোটি ১০ লাখ টাকার ঋণ প্রদান করা হয়। উল্ল্যখ্য, একইসাথে জেলার অন্য ১০টি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষিঋণ মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।