ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল ১২ কেজি সোনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল ১২ কেজি সোনা

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আসা ১২ কেজি স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দারা। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে এসব স্বর্ণ আটক করে কাস্টমস।

বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর থেকে অবৈধভাবে নিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১২ কেজি স্বর্ণ আটক করে কাস্টমস গোয়েন্দারা।

রাত পৌনে ৯টার দিকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ারফ্রেইট সার্কেল (আমদানি কার্গো কমপ্লেক্স) স্বর্ণগুলো আটক করে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।