ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
বিজয় দিবসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

শুক্রবার (১৬ ডিসেম্বর) এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছাবার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, ‘বিজয় দিবসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ শুভেচ্ছা। অতীতের যৌথ আত্মত্যাগ এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের স্বপ্ন ভারত-বাংলাদেশের প্রাণবন্ত বন্ধুত্বকে অনুপ্রাণিত করে চলেছে। ’

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছে, ‘১৬ ডিসেম্বর ২০২২-এ বিজয় দিবসের ৫১তম বার্ষিকী আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে একসঙ্গে স্মরণ করি। এই দিনটি ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান অত্যন্ত প্রগাঢ় বন্ধুত্বের দৃঢ় বন্ধনের প্রতীক, যা বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যদের যৌথ আত্মত্যাগের মাধ্যমে চিরস্থায়ী হয়েছে, যারা বাংলাদেশের জনগণকে নিপীড়ন ও নৃশংসতা থেকে মুক্তি দিতে একসঙ্গে রক্ত ঝরিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
টিআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।