ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর ইটভাটা এলাকায় স্যালো ইঞ্জিনচালিত নসিমন ও বালিবোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল (৩৫) নামের এক পান ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন নসিমনের দুইজন যাত্রী।

নিহত এনামুল ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার মৃত আজব মালিথার ছেলে বলে জানান পুলিশের উপ-পরিদর্শক আসিফ ইকবাল।

অপর দিকে শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর এলাকার মোটরসাইকেল ও দুই নসিমনের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত হন।  

এ ঘটনায় নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী খোকসার সামসপুর এলাকার ছাব্বির (২০) ও আসলাম (২৩)।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর এলাকার খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও দুই নসিনের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন ও আসলাম আলিসহ ৬ জন আহত হন।  

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছাব্বির ও আসলামের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুই জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।