ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাট: জয়পুরহাটে ‘উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশ লাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।

 

জয়পুরহাট জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশের ‘সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প’ এ সেমিনারের আয়োজন করে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।

সেমিনারে সহিংস উগ্রবাদ নিয়ে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির সিটিটিসি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।