ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
না.গঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করেছেন প্রাইম টেক্স নামে একটি গার্মেন্টসের প্রায় আড়াই হাজার শ্রমিক। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন নন্দলালপুর এলাকায় বেতনের দাবিতে এই রাস্তা অবরোধ করেন তারা।

শ্রমিকরা জানান,তাদের প্রায় ৩ মাসের বেতন বকেয়া আছে। এতে করে তারা ঘর ভাড়া, খাবার সবকিছু মিলিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা বকেয়া বেতন চাইলে মালিকপক্ষ নানাভাবে ঘুরাচ্ছেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) বশির আহমেদ বলেন, শিল্প পুলিশের একটি দল মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। এখনো আলোচনা চলছে, শ্রমিকরা সড়ক অবরোধ করে আছে।

তিনি বলেন, ওই কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক আছেন। এর মধ্যে ৮ শতাধিক শ্রমিক আপাতত সড়কে অবস্থান নিয়ে আছেন। আমরা সতর্ক অবস্থানে আছি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।