ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারসাজি করে শস্যের দাম বাড়ালে ছাড় নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
কারসাজি করে শস্যের দাম বাড়ালে ছাড় নয়

বাগেরহাট: ‘দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা সরকারি নিয়ম বহির্ভূতভাবে মজুদ, কালোবাজারিসহ নানা অনিয়মের আশ্রয় নেওয়ায় বাজারে খাদ্য শস্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। অনেকে আছেন যারা কারসাজি করে শস্যের দাম বাড়ান।

এ ধরনের কারসাজিতে জড়িত থাকলে কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। ’ 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে চালকল মালিক, ধান সরবরাহকারী, বিভিন্ন কোম্পানির পরিবেশ ও ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমান।  

তিনি বলেন, নীতি নৈতিকতার মধ্য দিয়ে যারা ব্যবসা করবেন তাদের সঙ্গে সরকার রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সৎ ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে।  

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো. আজিজুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা তাহসিনুল হক, কৃষি বিপণন কর্মকর্তা সুজাত খান, সাংবাদিক বাবুল সরদার, আলী আকবর টুটুল, ব্যবসায়ী মিজানুর রহমান, সোহাগ শেখ, দুলাল তালুকদার প্রমুখ।  

সভায় বক্তারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। কীভাবে ভোক্তা পর্যায়ে আরও বেশি সুবিধা দেওয়া যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।