ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দোহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
দোহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় একটি ভবনে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন- উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝি বাড়ি এলাকার আরশাদ আলীর ছেলে মো. মনির (৪০), ইকরাশি খ্রিস্টানপাড়া এলাকার মো. আসলামের ছেলে সানি (৩০)।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় মো. মুছা আব্দুল্লাহর বাড়ির ২য় তলায় মিস্ত্রি মনির ও সানি রংয়ের কাজ করছিলেন। এসময় ভবনের সঙ্গে ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারে তাদের শরীর লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা নিচে পড়ে যান।  

খবর পেয়ে দোহার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  

দোহার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তামিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।