ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষকের ৪০০ লাউগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
কৃষকের ৪০০ লাউগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাতের আঁধারে কৃষকের ৪০০ লাউগাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামে এ ঘটনা ঘটে।

 

বুধবার (২১ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত কৃষক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লতব্দী গ্রামে এক একর জমি বাৎসরিক লিজ নিয়ে লাউ, টমেটো, কপিসহ অন্যান্য শাকসবজি চাষাবাদ করে আসছিলেন কৃষক আনোয়ার হোসেন। এতে তার প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা জমির ৪০০ লাউগাছ কেটে ফেলেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে আনোয়ারের।

ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়র হোসেন বলেন, আমি লাউগাছ দেখাশুনা করে রাতে বাসায় যাই। পর দিন সকালে ফুলকপি নিয়ে বাজারে বিক্রি করে বাড়ি আসি। পরে জমিতে গিয়ে দেখি আমার সব লাউগাছ কে বা কারা যেন কেটে ফেলেছে, সপ্তাহখানেক পরই লাউ বিক্রি করতে পারতাম। এতে আমার প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।