ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বাসের চাকা পাংচার হয়ে গাছে ধাক্কা, নিহত দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ফরিদপুরে বাসের চাকা পাংচার হয়ে গাছে ধাক্কা, নিহত দুই দুর্ঘটনাকবলিত বাস।

ফরিদপুর: ফরিদপুরে সোহাগ পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের ধুলদী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের নাম মো. শাহীনুর (৩০) ও অপরজনের (৬০) নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।  

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন-প্রখর মণ্ডল (৪০), তন্দ্রা শর্মা (২২) ও আব্দুল কাদের (৪০)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুল্লাহ বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মধ্যে একজনকে হাসপাতালে আনার আগেই মারা যায়। তবে আহতদের মধ্যে  আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।  

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে বলেন, সোহাগ পরিবহনের একটি বাসের চাকা পাংচার হয়ে গেলে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।