ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

বরিশাল: স্বামীর ওপর অভিমান করে বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এরআগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মৃত রিংকু রায় আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের সৃষ্টিধর রায়ের মেয়ে।

দীর্ঘ ১২ বছর আগে মাদারীপুরের ডাসার থানাধীন চলবল গ্রামের কেশব জয়ধরের প্রবাসী ছেলে বিরাট জয়ধর ওরফে বিপ্লবের সঙ্গে তার বিয়ে হয়।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিদেশে যাওয়ার পর স্ত্রী রিংকু পরকীয়া জড়িয়ে পড়েন এমন সন্দেহ ছিল বিরাট জয়ধরের। পরবর্তীতে এ রকম একটি বিষয় জানতে পেরে স্ত্রীকে গালমন্দ করেন বিরাট।

এরই ধারাবাহিকতায় স্বামীর সঙ্গে অভিমান করে রিংকু বাবার বাড়িতে এসে বিষপান করেন। বৃহস্পতিবার সকালে রিংকুকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।