ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়ল ১০ কেজির চিতল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
পদ্মায় ধরা পড়ল ১০ কেজির চিতল

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া অংশে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে দৌলতদিয়ার চরকর্নেশনা এলাকায় জিন্নাহ হলদারের জালে মাছটি ধরা পড়ে।

 

জিন্নাহ হলদার বলেন, বৃহস্পতিবার ভোর থেকে পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিলাম আমরা। পদ্মা নদীর কর্নেশনা এলাকায় জালে টান পড়লে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে এলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান মিয়া মাছটি কিনে নেন।  

বিষয়টি নিশ্চিত করে শাহজাহান মিয়া জানান, চিতল মাছটি প্রতি কেজি ১২শ টাকা কেজি দরে মোট ১২ হাজার টাকায় কিনে নেই। পরে প্রতি কেজি ১৩শ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় ঢাকায় এক ক্রেতার কাছে বিকেলে বিক্রি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।