ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, ডিসেম্বর ২৪, ২০২২
কুমিল্লায় জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

কুমিল্লা: কু‌মিল্লায় গণমি‌ছিলের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে মহানগর জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে আটক করে ডিবি পুলিশ ও দুইজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম‌ রো‌ডের সালাহউদ্দিন হোটেল থে‌কে জামায়াত শি‌বি‌রের গণ‌মি‌ছিল‌টি ব‌্যানার নি‌য়ে টমছমব্রিজ এলাকায় এলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় গণমিছিলটি পণ্ড হয়ে যায়।

গণ‌মি‌ছিল থেকে দৌড়ে পালানোর সময় পৃথকভাবে ১৪ নেতাকর্মীকে আটক ক‌রা হয়। আটকদের মধ্যে নগ‌রীর তালপুকুরপাড় লস্কর‌ভিলার খোর‌শেদ আলম ও মো. এনামুল হকের নাম জানা গেছে।

কু‌মিল্লা গো‌য়েন্দা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌জেশ বড়ুয়া ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের নাশকতার পরিকল্পনা ছিল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামায়াতের মিছিল শেষ হওয়ার পর দুইজনকে আটক করে‌ছে কোতোয়ালি থানা পু‌লিশ। অন্য মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেফতার দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।