ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোচিংয়ে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
কোচিংয়ে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় কোচিংয়ে যাওয়ার পথে রাস্তা থেকে ৮ম শ্রেণির ছাত্রীকে (১৩) অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মিরাজুল ইসলাম (২৭) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

অভিযুক্ত মিরাজুল ইসলাম ফতুল্লা মডেল থানার পাগলা নিশ্চিন্তপুর এলাকার শারজাহানের ভাড়াটিয়া ওসমান গনির ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, অপহৃত স্কুল ছাত্রীকে প্রায় সময় উত্যক্ত করতো বখাটে মিরাজুল। ১২ ডিসেম্বর বিকেল চারটার দিকে পাগলা নিশ্চিন্তপুরের এমদাদুল স্যারের কোচিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় ওই স্কুলছাত্রী। নিশ্চিন্তপুরের সালমান ফরাসি মসজিদ মোড় পৌঁছামাত্র অভিযুক্ত মিরাজুল ইসলামসহ অজ্ঞাতনামা ২-৩ জন  স্কুলছাত্রীকে একটি সিএনজিতে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।