ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেট-জাফলং মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
সিলেট-জাফলং মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা সিলেট-জাফলং মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন নগর কর্তৃপক্ষ।

রোববার (২৫ ডিসেম্বর) মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিলেট এমসি কলেজ এলাকা থেকে ইসলামপুর বাজার পর্যন্ত সড়কের দুপাশের স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। একইসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে সিসিক।

অভিযানকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি জমিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরণের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। সড়কের পাশের জমি দখল করে স্থাপনা নির্মাণ জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। সড়কের দুপাশের সৌন্দর্য নষ্ট করে। এমন জবরদখল চলতে দেওয়া যায় না।

তিনি আরও বলেন, সিলেটের এ সড়ক ধরে প্রতিদিন অগণিত মানুষ হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত, জাফলংসহ প্রাকৃতিক পর্যটন কেন্দ্রসমূহে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে এ সড়কের দুপাশের জমিতে অবৈধভাবে নানা ধরণের স্থাপনা নির্মাণ করেছেন দখলদাররা।

এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সিসিক মেয়র বলেন, এসব এলাকায় নগর পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সিসিক। নগরের পরিবেশ রক্ষায় যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।

অভিযানে সিসিকের বিভিন্ন শাখা-বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।