ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জাতীয়

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, ডিসেম্বর ২৫, ২০২২
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

যশোর: যশোরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের পোস্ট অফিসপাড়ার আবদুস সাত্তারের ছেলে শিমুল হোসেন (৩০), কাজিপাড়ার আবদুল মান্নানের ছেলে আরমান (৩৫) ও উপশহর ছয় নম্বর সেক্টরের খোকন (৩৫)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে শিমুল মোটারসাইকেলযোগে ধর্মতলা থেকে চাঁচড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় এক পথচারীকে সাইড দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

একই সময়ে যশোর মাগুরা সড়কের মনোহরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে খোকন ও আরমান মারা যান। মরদেহগুলো যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০২২
ইউজি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।