ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে মাদকদ্রব্য-কিশোর গ্যাং রোধে বিট পুলিশিং সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
কুলিয়ারচরে মাদকদ্রব্য-কিশোর গ্যাং রোধে বিট পুলিশিং সভা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে কুলিয়ারচর পৌরসভা ও ছয়টি ইউনিয়নে একযোগে এ বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে এ সভায় আলোচনা ও সুপারিশ গ্রহণ করা হয়েছে।  

কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার।  

বিট অফিসার এসআই (নি.) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন-গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, মাতুয়ারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব, সমাজ সেবক মেজর (অব.) মো. নূরুল ইসলাম, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন প্রমুখ।  

বিট পুলিশিং সভাটি সঞ্চালনা করেন গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম।

বিট পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।