ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাকিবের আগমনে তার গ্রামের বাড়িতে বর্ণিল আলোকসজ্জা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, ডিসেম্বর ২৭, ২০২২
সাকিবের আগমনে তার গ্রামের বাড়িতে বর্ণিল আলোকসজ্জা

মাগুরা: বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের আগমনে তার নিজ গ্রামের বাড়িটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। মাগুরা শহরের বাড়িটির চারপাশে বিভিন্ন রংয়ের বৈদ্যতিক বাতি দিয়ে গেট থেকে শুরু করে রাস্তা পর্যন্ত সাজানো হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে স্বজনদের সঙ্গে সেখানে সময় কাটিয়েছেন সাকিব। পাশাপাশি পারিবারিক পিকনিকেও অংশ নিয়েছেন তিনি।

এদিন রাতে তার বাড়ির গেটে ক্রিকেট প্রেমীদের ভিড় দেখা গেছে। আর দুপুর থেকে অনেকের সঙ্গেই ফ্রেমবন্দি হয়েছেন সাবিক আল হাসান।

সাকিব আল হাসানের বাবা মাসরুরেজা কুটিল বাংলানিউজকে বলেন, নানা ব্যস্ততার কারণে সাকিব দীর্ঘদিন বাড়তি আসতে পারেনি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে বাড়িতে একটু আনন্দ আয়োজন ও পারিবারিক পিকনিকের ব্যবস্থা করা হয়েছে। সাকিবের আগমনে গোটা বাড়ি আলোকসজ্জায় সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২  
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।