ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেলাবতে বিনামূল্যে বীজ পেলেন ২০০ কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
বেলাবতে বিনামূল্যে বীজ পেলেন ২০০ কৃষক

নরসিংদী: ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না’ প্রতিপাদ্যে নরসিংদীর বেলাবতে কৃষক সমাবেশ হয়েছে। এ সময় ২০০ কৃষককে ১০ প্রকারের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার বেলাব উপজেলা পরিষদের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ইউনিয়ন সহযোগিতায় এ কৃষক সমাবেশ হয়। এ সময় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, নরসিংদী সবজির জন্য বিখ্যাত। এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় সবজি নিয়ে যান পাইকাররা। দেশে সবজির বাজারে নরসিংদীর কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সরকার কৃষকদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে কৃষকদের মধ্যে বিনামূল্যে ১০ প্রকারের বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকরা কোনো জায়গা পতিত না রেখে কৃষি কাজ করবেন।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানার ওসি মো. তানভীর আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজিম উর রউফ খান, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি ও বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসআইএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।