ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

দুস্থ শিশুদের কল্যাণে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, ডিসেম্বর ২৭, ২০২২
দুস্থ শিশুদের কল্যাণে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

নেত্রকোনা: নেত্রকোনায় দুস্থ শিশুদের কল্যাণে আদ্যক্ষর আয়োজিত তিন দিনব্যাপী ‘আদ্যক্ষর চিত্র প্রদর্শনী’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে শহরের মোক্তাপাড়ার মিতালী সংঘের হল রুমে শুরু হয় এই চিত্র প্রদর্শনী।

 

আদ্যক্ষরের আহ্বায়ক তৃণিষা তালুকদারের সভাপতিত্বে এ চিত্র প্রদর্শনী উদ্ধোধন করেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার।  

এসময় বক্তব্য রাখেন কার্টুনিস্ট বিপুল শাহ্, সাবেক প্রধান শিক্ষক অরুণ সরকার, এটিএম আজাদ পিন্টু, আলপনা বেগম এবং শিল্পী সোহেল ফকির।  

এদিন বিভিন্ন শিল্পীর আঁকা ৩০টি চিত্র নিয়ে এ প্রদর্শনী শুরু হয়। এই সমস্ত ছবি বিক্রয়ের অর্থে দুস্থ শিশুদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন আদক্ষ্যরের আহ্বায়ক তৃণিষা তালুকদার।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।