ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে জামায়াতের দুই নারী কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, ডিসেম্বর ২৭, ২০২২
মেহেরপুরে জামায়াতের দুই নারী কর্মী আটক

মেহেরপুর: গোপন বৈঠক চলছে, এমন সংবাদে অভিযান চালিয়ে জামায়াতের দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম আশরাফপুর গ্রামের আজিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

এসময় তাদের কাছ থেকে জিহাদী বইপত্র, চাঁদা আদায়ের রশিদ, মাসিক কর্মপরিকল্পনা বই ও নগদ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী তসলিমা খাতুন (৫১) ও আজিজুর রহমানের স্ত্রী শাহিনুর খাতুন (৪৫)।

ওসি রফিকুল ইসলাম বলেন, আজিজুর রহমানের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছে, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানের কথা টের পেয়ে অন্য নারী কর্মীরা পালিয়ে গেলেও ওই বাড়ির গৃহিণী শাহিনুরসহ দুই নারী কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জামায়াতের জিহাদী বইপত্র, চাঁদা আদায়ের রশিদ ও মাসিক পরিকল্পনা উদ্ধার করা হয়।  

তিনি বলেন, আটক জামায়াতের দুই নারী কর্মীর বিরুদ্ধে গোপন বৈঠক ও নাশকতা পরিকল্পনার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালের দিকে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।