ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেয়েকে কটূক্তি, বিচার চাইতে গিয়ে লাশ হলেন বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
মেয়েকে কটূক্তি, বিচার চাইতে গিয়ে লাশ হলেন বাবা

জামালপুর: মেয়েকে কটূক্তির বিচার চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মানিক মিয়া (৪৫) নামে এক বাবা। ঘটনায় জড়িত থাকার দায়ে তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে জামালপুরের মেলান্দহ পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামে।  

নিহত মানিক মিয়া ওই গ্রামের বাসিন্দা। আটকরা হলেন- একই গ্রামের মো. কাশেদ মিয়া (৪৪), তার স্ত্রী পারভীন বেগম (৩০) ও কাশেদ মিয়ার বন্ধু বেলায়েত হোসেন (৪০)।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামের কাশেদ মিয়ার ১২ বছরের ছেলে একই এলাকার মানিক মিয়ার মেয়েকে (১৩) বাজে মন্তব্য করে। এ ঘটনায় বিচার চাইতে বাবা মানিক মিয়া কাশেদ মিয়ার বাড়িতে যান। এ সময় কাশেদ মিয়ার সঙ্গে মানিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাশেদ মিয়া রড দিয়ে মানিক মিয়ার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মানিক মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির মেয়েকে কাশেদ মিয়ার ছেলে কটূক্তি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে মানিক মিয়াকে রড দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।