ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলে যা করা যাবে, যা করা যাবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
মেট্রোরেলে যা করা যাবে, যা করা যাবে না

ঢাকা: বহুল প্রতীক্ষার পর উদ্বোধন হলো স্বপ্নের মেট্রোরেল। মেট্রোরেল বাস্তবায়নে যাদের অসামান্য অবদান রয়েছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে ইউএনডিপি বাংলাদেশ।

 

বুধবার (২৮ ডিসেম্বর) এক বার্তায় ইউএনডিপি এ অভিনন্দন জানায়। একইসঙ্গে মেট্রোরেলে কি কি করা যাবে, কি কি করা যাবে না, তা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ইউএনডিপি জানায়, দেশের সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে- মেট্রোরেলের যথাযথ ব্যবহার এবং এর যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সচেতন থাকা। এভাবে সবাই সচেতন হলেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে।  

আসুন, এক নজরে দেখে নেওয়া যাক মেট্রোরেলে যা করা যাবে, যা করা যাবে না-

যা করা যাবে না:
১. মেট্রোরেলে কোনো ধরনের পোষা প্রাণি বহন করা যাবে না।
২. বিপজ্জনক বস্তু বহন করা যাবে না।
৩. মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না।
৪. প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া-দাওয়া নিষেধ।
৫. প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না।
৬. মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
৭. কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না।
৮. মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না
৯. এছাড়া নিচু স্বরে কথা বলতে হবে।

যা করতে হবে:
১. প্রয়োজন হলে স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
২. নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করতে হবে।
৩. সহযাত্রীকে প্রয়োজনে সহায়তা করতে হবে।
৪. মনোযোগ দিয়ে ঘোষণা শুনতে হবে।
৫. সবক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্যতা বজায় রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
টিআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।