ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজ ঘরে গৃহবধূর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
নিজ ঘরে গৃহবধূর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

নীলফামারী: নীলফামারীর ডোমারে রেনু আক্তার (২৮) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিলাহাটি কারেঙ্গাতলী এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেনু আক্তার ওই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী।

পরিবারের দাবি, স্বামী গোলাম মোস্তফা বুলুই স্ত্রী রেনুকে হত্যা করে পালিয়েছে।

রেনুর বাবা খায়রুল ইসলাম জানান, প্রায় ৯-১০ বছর আগে সৈয়দপুর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বুলুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বুলু রেলওয়ের খালাসী হিসাবে চাকরি করত। বুলুই আমার মেয়েকে মেরে ফেলে পালিয়ে গেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ নিয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবা দাবি করছেন, জামাই বুলুই তার মেয়েকে হত্যা করেছে। আর বুলুকেও এখনো খুঁজে পাওয়া যায়নি। হত্যা মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।