ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণায় সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২:১২ পিএম, নভেম্বর ২৩, ২০২৪
যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণায় সড়ক অবরোধ

ঢাকা: রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা। এর ফলে এ সড়কে সৃষ্টি হয় যানজট।

অবরোধের আধা ঘণ্টা পরেই তারা সড়ক থেকে সরে যান।  

শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন তারা।  

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধুমাত্র শপিংমলটির সামনের সড়ক অবরোধ করেন তারা। পরে অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত ভাটারা থানার এসআই মো. আব্দুল কাদের বাংলানিউজকে জানান, যমুনা ফিউচার পার্কে মোবাইলের শো-রুমে চুরির ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো আশ্বাস না দেওয়ায় ও যমুনা ফিউচার পার্কের মালিক পক্ষ এসে কথা বলার কথা ছিল। কিন্তু মার্কেট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেনি। পরে দোকান মালিকরা যমুনা ফিউচার পার্কের ভেতরে ঢুকে মিছিল শুরু করেন। সে সময় কর্তৃপক্ষ যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করে। এরপর দোকান মালিক ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন।  দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে তারা সরে যান।  এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএমআই/আরবি

বাংলাদেশ সময়: ২:১২ পিএম, নভেম্বর ২৩, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।