টাঙ্গাইল: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে গভীর রাতে টোল আদায় বন্ধ রাখায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারেনি। এতে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে ১০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র জানায়, কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল প্লাজা বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এরপর কয়েকটি চালু ও কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়।
কথা হয় হাতিয়া এলাকার বগুড়াগামী ট্রাক চালক বরকতের সঙ্গে। তিনি বলেন, কুয়াশায় সামনের কিছু দেখা যায় না। এক কিলোমিটার রাস্তা আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে গভীর রাতে দুই ঘণ্টা সেতুর কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাকা হয়। এ কারণে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আরএ