ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশা-দুর্ঘটনা: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ঘন কুয়াশা-দুর্ঘটনা: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানজট

সিরাজগঞ্জ: ঘন কুয়াশার কারণে এমনিতেই সেতু এলাকায় যান চলাচল কিছুটা ধীরগতি থাকে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতুর ১৬-১৭ নম্বর পিলারের ওপর এক দুর্ঘটনায় ওই এলাকায় যানজট বাড়িয়ে দিয়েছে।

কখনও থেমে থেমে সেখানে যান চলাচল করছে।

জানা গেছে, ভোরের দিকে ওই দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তা সামান্য। দুর্ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর সেতুর টোলপ্লাজা বন্ধ করে দেওয়া হয়। রাত দুইটার দিতে পুনরায় টোলপ্লাজা চালুর আগ পর্যন্ত সেতু এলাকার দুই পাশে যানজট সৃষ্টি হয় বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, রাতভর কুয়াশার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। বৃহস্পতিবার ভোর ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সামনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ওই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনার কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, কুয়াশার কারণে গতরাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ করে দেওয়া হয়। রাত ২টার দিকে টোলপ্লাজা পুনরায় চালু করা হয়। এসব কারণে গাড়ীর চাপ বেড়েছে। খুবই ধীরগতিতে চলছে গাড়ী, তবে স্থায়ী কোনো যানজট নেই।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই সিরাজগঞ্জ ঘন কুয়াশায় ঘিরে যায়। রাতে এর পরিমাণ আরও বাড়ে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ জেলার সব রুটে ঘন কুয়াশার কারণে যান চলাচল বিঘ্নিত হয়। রাতের কিছু কিছু বাস ট্রাক যাত্রা বন্ধ করে। কিছু আবার ফগ লাইট জ্বালিয়ে চলাচল করেছে। আজ সকালেও বহু বাস হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, নদী অববাহিকা অঞ্চলগুলোতে ঘন কুয়াশা পড়েছে। এ অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।