ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌকায় ভোট দিতে জোর জবরদস্তি, এজেন্ট আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
নৌকায় ভোট দিতে জোর জবরদস্তি, এজেন্ট আটক 

কুমিল্লা: নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের জোর জবরদস্তি করছিলেন এজেন্ট। এক পর্যায়ে তাকে আটক করে কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটেছে এ ঘটনা।  

আটক যুবক নৌকা প্রতীকের প্রার্থী আবদুল জলিলের নির্বাচনী অ্যাজেন্ট মনোয়ার হোসেন মুন্না।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ভোট কেন্দ্রের দায়িত্বরত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান।  

তিনি বলেন, প্রভাব বিস্তারের অভিযোগে মুন্না নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগও আছে।

ওই ওয়ার্ডের তালা প্রতীকের মেম্বার প্রার্থী জামাল হোসেন বলেন, কেন্দ্রের ভোটকক্ষে  নৌকার প্রার্থীকে ভোট দিতে জোর জবরদস্তি করতে থাকে ওই এজেন্ট। আমার ভোটেও বাধা দিচ্ছিল। মানুষকে ঠিকভাবে ভোট দিতে দিচ্ছিল না।  

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মকবুল আহমেদ বলেন, কেন্দ্রের ভোটার এক হাজার ৬১৫ জন। এর মাঝে প্রায় ১৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। ইভিএম'র ধীরগতি আর মানুষের না জানার কারণেই দেরি হচ্ছে। তবে আশাবাদী নির্ধারিত সময়ে ভোট প্রদান শেষ হবে। আমরা সবার ভোট নিয়েই সমাপ্তি করব।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।