ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জীবনের প্রথম মেশিনে ভোট, ভালোই লাগলো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
‘জীবনের প্রথম মেশিনে ভোট, ভালোই লাগলো’

সাভার (ঢাকা): ‘এ জীবনের প্রথম মেশিনে (ইভিএম)ভোট দিলাম। সময় বেশি লাগছে তারপরও ভালো লাগছে।

’ ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ৮৫ বছর বয়সী বৃদ্ধ আজিম উদ্দিন।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে বাংলানিউজকে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।

আজিম উদ্দিন বলেন, এ জীবনের প্রথম মেশিনে (ইভিএম) ভোট দিলাম। ভালো লাগছে। নিজের ভোট নিজে দিতে পেরেছি। আরও ভালো লাগতো যদি সময় বেশি না লাগতো।

বৃদ্ধ আজিম উদ্দিনে মতো অধিকাংশ ভোটারাই ইভিএম মেশিনে ভোট দিয়ে খুশি কিন্তু ভোট গ্রহণে ধীরগতিতে হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রের অনেক ভোটার।

ধীরগতির বিষয়ে দিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু সাঈদ বলেন, ইভিএম মেশিনে ভোটাররা ভোট দিয়ে অভ্যস্ত নয় বিধায় সময় একটু বেশি লাগছে। আমাদের কেন্দ্রে নারী পুরুষ মিলে মোট ২৭৪৩ ভোটার রয়েছেন। ভোটারের উপস্থিতি কম। এখন পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে ধারণা করছি।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও আনারশ প্রতিকে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১ জন। যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪৭১ জন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসএফ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।