ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পর্নোগ্রাফির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, ডিসেম্বর ২৯, ২০২২
সাতক্ষীরায় পর্নোগ্রাফির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এস এম মোশারফ হোসেনকে পর্নোগ্রাফি আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার রেউই বাজারস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশাররফ হোসেন বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, বাঁশদহা ইউনিয়নের সাবেক চেয়াম্যান মোশরাফ হোসেন একই ইউনিয়নের একটি মেয়েকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাব ও নগ্ন ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটি বুধবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাদী হয়ে মোশারফ হোসেনের নামে পর্নোগ্রাফি আইনে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই সদর থানা পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।