ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক টিটো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক টিটো

ঢাকা: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে অধ্যাপক ডা. টিটো মিয়া মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ২০১৯-২০২৩ মেয়াদে বিসিপিএস’র নির্বাচিত কাউন্সিলর। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এছাড়া তিনি ২০১৫-২০১৭ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মনোনীত মেডিসিন সোসাইটির সাবেক মহাসচিব ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।