ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

মাগুরা: মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা গ্রামের মাঠে আয়োজিত মেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ধলহরার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে ১৬টি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ভিড় জমে। মেলায় নাগর দোলা, চরকা, মিষ্টান্ন, মাটির তৈরি নানা রকমের পণ্যের পসরা বসতে দেখা যায়।

মেলা পরিচালনা কমিটির সভাপতি আতিয়ার ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবক আশরাফুজ্জামান হিসাম, বিশেষ অতিথি ছিলেন আনিছুর রহমান খোকন, চাউলিয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, নুর আমিন ফরাজি, মো. ফিরোজ আহম্মেদসহ অনেকে।

এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নড়াইল জেলার মো. অনিক মোল্লা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ হাজার টাকা। দ্বিতীয় হয়ে পাল্লা গ্রামের  মো. কুদ্দুস শেখ পেয়েছেন ১৫ হাজার টাকা। আর তৃতীয় হয়ে মহম্মদপুর উপজেলার গাংনি গ্রামের হিরু শেখ পেয়েছেন ১০ হাজার টাকা।

এদিন বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশরাফুজ্জামান হিসাম। পরে মেলায় গান পরিবেশন করেন রাজবাড়ী জেলার মো. লিটন দেওয়ান ও নারগিস পারভিন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।