ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

শান্তিনগরে ছাত্রের আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, ডিসেম্বর ৩১, ২০২২
শান্তিনগরে ছাত্রের আত্মহত্যা! প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শান্তিনগরের একটি বাসায় ইফতিয়াক মাহমুদ সাফি (২১) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৩১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতের দিকে এ ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, পরিবারের সঙ্গে শান্তিনগর ১২৯ নম্বর স্কাই ভিউ এপার্টমেন্টের তৃতীয় তলার একটি ফ্লাটে থাকতেন তিনি। ইফতিয়াক ইম্পেরিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বর্তমানে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে ইফতিয়াক ছিলেন মেঝো।

ইফতিয়াকের বাবা মো. গোলাম ফারুক রানা জানান, শুক্রবার রাতে তাকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। তখন তাদের সন্দেহ হলে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় গলায় মাফলার পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শনিবার ভোরে দিকে তার মৃত্যু হয়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলঅদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।