ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সংগৃহীত ছবি

ঢাকা: ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সব সময় স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন।

ভ্যাটিকান সিটির নিজ বাসভবনে শনিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল নয়টা ৩৪ মিনিটে মারা যান খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

গত ৬০০ বছরের ইতিহাসে পোপ ষোড়শ বেনেডিক্ট প্রথম পোপ যিনি আজীবন তার পদে অধিষ্ঠিত হওয়ার পরিবর্তে পদত্যাগ করেছিলেন। স্বাস্থ্যগত কারণে প্রায় ১ দশক আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমইউএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।