ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক কাতল বিক্রি হলো ২৮ হাজার ৮০০ টাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্টেন্ড  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
এক কাতল বিক্রি হলো ২৮ হাজার ৮০০ টাকায়

রাজবাড়ী: পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ১৯ কেজি ২শ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ, যা ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেল ৩ টায় রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর কুশাহাটা এলাকায় জেলে গুরু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।

জাল থেকে মাছ ছাড়িয়ে বিকেলে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসেন গুরু হালদার। নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৪০ টাকায় মাছটি ক্রয় কেনেন দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মো. শাজাহান মিয়া।

পরে ২৮ হাজার ৮০০ টাকায় মাছটি বেচে দেন তিনি।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া বাংলানিউজকে বলেন, রোববার বিকেলে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৮৪০ টাকায় কিনি। পরে বিকেলে ঢাকায় এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় মোট ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মো. রেজাউল শরিফ বাংলানিউজকে বলেন, শীত মৌসুমে পদ্মা নদীর পানি কমে গেছে অনেক। এখন মাঝেমধ্যেই পদ্মা নদীতে এমন বড় বড় মাছ ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।