ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল চিকিৎসায় রেদোয়ান (১০) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।  

সোমবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারে অবস্থিত মা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিষয়টি গোপন রাখতে চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে আব্দুল গাফফার ছেলে শিশু রেদোয়ানের (১০) টিউমার ধরা পড়ায় সোমবার মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত মা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। অপারেশনের জন্য রোগীর স্বজনদের সঙ্গে ২০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয় হাসপাতাল কর্তৃপক্ষ।

চুক্তি মোতাবেক হাসপাতালে কর্তব্যরত এনেস্থেশিয়া ডাক্তার মো. তোফাজ্জল হোসেন ও সার্জন ডাক্তার এম ছোয়ালিকিন রিজভী রোগীর টিউমার অপারেশন করেন। এক পর্যায়ে রোগীর অবস্থান বেগতিক দেখলে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তারা পালিয়ে যান। পরে রোগীর স্বজনরা রেদোয়ানকে মৃত অবস্থায় দেখতে পায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, রোগীর স্বজনরা থানায় অভিযোগ করার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।