ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রসিকের ২৬ নম্বর ওয়ার্ডের পুনরায় ভোট গ্রহণ ১৫ জানুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
রসিকের ২৬ নম্বর ওয়ার্ডের পুনরায় ভোট গ্রহণ ১৫ জানুয়ারি

রংপুর: রংপুর সিটি কপোরেশনের ২৬ নং ওয়ার্ডের পুনরায় ভোট গ্রহণ আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার(৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রংপুর সিটি কপোরেশন নির্বাচনের ফলাফল গত মঙ্গলবার( ২৭ ডিসেম্বর) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে প্রকাশ করা হয়। এতে ২৬ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

নির্বাচনের ফলাফলে শাহাজাদা(ঠেলাগাড়ি) ও সাইফুল ইসলাম(ঘুড়ি) প্রতীক নিয়ে দু’জনই সমান সংখ্যক তিন হাজার ১৯৭ ভোট পান। ফলে ওই ওয়ার্ডে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা।

এ ওয়ার্ডে কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মন্ডল (লাটিম), মো. শাহাজাদা (ঠেলাগাড়ি), মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

এদিকে, পুনঃভোটকে কেন্দ্র করে ওই ওয়ার্ডে তিন কাউন্সিলর প্রার্থী একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছেন। শুধুমাত্র সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে নির্বাচন হওয়ার সিদ্ধান্ত হলে এর প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন কাউন্সিলর প্রার্থী এম এ রাজ্জাক মন্ডল ও তার কর্মী-সমর্থকরা।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।