বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে বাসের ধাক্কায় দুলাল খান (৬৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টার বেশি সময় পরে সড়ক অবরোধ তুলে নিয়ে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, নিহত দুলাল উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারসী গ্রামের জবেদ আলীর ছেলে। মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সবজি বিক্রেতা দুলাল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় জনতা সড়ক অবরোধ করলে মহাসড়কের দুপাশে যানবাহনের সারি দীর্ঘ হয়। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ দুর্ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমন আশ্বাস দিলে এক ঘণ্টার বেশি সময় পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমএস/আরবি