সিরাজগঞ্জ: মাগুরা থেকে সিরাজগঞ্জের বেলকুচি, প্রায় ২০৬ কিলোমিটার পথ। দীর্ঘ এ পথ বাইসাইকেল চালিয়ে এলেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুল হোসেন।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে প্রিয় মসজিদে নামাজ আদায় করেন বৃদ্ধ আবুল হোসেন। এর আগে ৬৪ ঘণ্টার বাইসাইকেল ভ্রমণ শেষে বুধবার (৪ জানুয়ারি) আসরের নামাজের আগে তিনি মসজিদে এসে পৌঁছান। এ সময় উপস্থিত ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় মুসল্লিরা তাকে স্বাগত জানান। বৃদ্ধ আবুল হোসেন মাগুরা জেলার আঠারোখাদা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ের জনক।
স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিনন্দন ‘আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের’ ভিডিও চিত্র দেখেন বৃদ্ধ আবুল হোসেন। আর তখনই সিদ্ধান্ত নেন এই মসজিদে দুই রাকাত জুমার নামাজ আদায় করবেন। গত সোমবার ফজরের নামাজ শেষে মাগুরা থেকে সাইকেলযোগে রওয়ানা হন তিনি। ৬৪ ঘণ্টার ভ্রমণ শেষে বুধবার বিকেলে বেলকুচি এসে পৌঁছান।
বৃদ্ধ আবুল হোসেন শেখ বলেন, দুই সপ্তাহ আগে আমি ফেসবুকে দৃষ্টিনন্দন এই মসজিদের ভিডিও দেখেছি। তখনই এটিকে বাস্তবে দেখার এবং এই মসজিদে জুমার নামাজ আদায়ের ইচ্ছে জাগে। এখানের আসার পর সবাই আমাকে অনেক সমাদর করছেন। আজ (শুক্রবার) জুমার নামাজ আদায় করেছি। আজকেই বাড়ির উদ্দেশে রওয়ানা হবো।
আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম কিবরিয়া বলেন, ৮০ বছরের বৃদ্ধ আবুল হোসেনে বাইসাইকেল চালিয়ে এতটা পথ আসতে পেরেছেন ঈমানের জোরে। মহান আল্লাহর কাছে দোয়া করি তার মতো সব মুসলমানের যেন ঈমানি শক্তি তিনি বাড়িয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএ