ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে বন্য হাতির পায়ে পিস্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
শেরপুরে বন্য হাতির পায়ে পিস্ট হয়ে যুবকের মৃত্যু শরিফুল ইসলাম

শেরপুর: শেরপুরে বন্য হাতির পায়ে পিস্ট হয়ে শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা কাটাবাড়ী পাহাড়ে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (২৫) তিনি দাওধারা-কাটাবাড়ী গ্রামের আব্দুল করিমের ছেলে।  

স্থানীয়রা জনানা, কিছুদিন ধরে বন্য হাতির দল সীমান্তের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অবস্থান নিয়েছে। খাবারের সন্ধানে প্রায় হাতিগুলো লোকালয়ে হানা দেয়। গত কয়েক মাস ধরে বন্য হাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি গ্রামে বিচরণ করে তাণ্ডব চালাচ্ছিল। শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি তাড়াতে পাহাড়ের গহীনে গিয়ে শরিফুল অসাবধানতাবশত বন্য হাতির কাছাকাছি চলে যান শরিফুল। এ সময় তাকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিস্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে একটি বন্য হাতি। পরে সেখানে থাকা অন্য সঙ্গীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিসিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।