ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নড়িয়ায় নৌকা থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, জানুয়ারি ৭, ২০২৩
নড়িয়ায় নৌকা থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ কীর্তিনাশা নদীতে পড়ে নিখোঁজ যুবকের সন্ধ্যান চলছে

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ডুবে জাহান উদ্দিন চোকদার (২৮) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।  

শনিবার (৭ জানুয়ারি) ভোরে ঘন কুয়াশার মধ্যে নিজেদের নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় উপজেলার জপসা ইউনিয়নের রমেশ মাঝি খেয়াঘাটের কাছে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবরিরা নদীতে তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান পায়নি।  

নিখোঁজ জাহান একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আমজাদ চোকদারের ছেলে।  

জানা গেছে, ইটভাটায় মাটি সরবরাহের কাজ করতেন জাহান। তাদের বাড়িটি কীর্তিনাশা নদীর তীরে। শনিবার ভোরে ঘন কুয়াশার মধ্যে নিজেদের নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় তিনি নৌকা থেকে পড়ে যান। তার চিৎকারে বাবা-মা নদীর তীরে ছুটে আসেন। তাদের চোখের সামনেই জাহান পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কীর্তিনাশার তীরে আসেন। পাঁচ সদস্যর একটি ডুবরির দল দুপুর ২টা পর্যন্ত নদীতে অনুসন্ধান চালিয়ে নিখোঁজ ওই যুবকের সন্ধান পায়নি।

বাবা আমজাদ চোকদার বলেন, ‘অনেক কুয়াশার মধ্যে হঠাৎ চিল্লাচিল্লি শুনি। এরপরে নদীর ঘাটের দিকে যাইয়া দেখি কিছুটা দূরে দক্ষিণ দিকে স্রোতে আমার বাজান ভাইসা যাইতেছে। বাঁচার লাইগা খালি হাত নাড়াইতাছে। আমি বাবা হইয়া পোলার লাইগা কিছুই করতে পারলাম না। ’

এ ব্যাপারে নড়িয়া ফায়ার সার্ভিসের দলনেতা (লিডার) রওশন জামিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে অভিযান চালাতে পারেনি। কারণ শরীয়তপুরে কোনো ডুবরি পাইনি। পরে মাদারীপুর হতে পাঁচ সদস্যর ডুবরিদের একটি দল এলে সকাল ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করি। তবে নিখোঁজের সন্ধান মেলেনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।