ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
অভয়নগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় বাসের চাপায় ইকবাল মুন্সি (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন শেখ (২৫) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের রহিম মুন্সির ছেলে ও আহত নয়ন একই গ্রামের মুজিবর শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী তুহিন সাহা বলেন, চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোরগামী একটি মোটরসাইকেলকে খুলনাগামী দ্রুত গতির গড়াই পরিবহন চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইকবাল নিহত হন। এ সময় আহত নয়নকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অথৈ সাহা বলেন, আহত নয়নের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, গড়াই পরিবহনের চালককে আটক করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।