ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৫ দিন পর মিললো বৃদ্ধার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
নিখোঁজের ৫ দিন পর মিললো বৃদ্ধার মরদেহ

জামালপুর: জামালপুরের ইসলামপুরে নিখোঁজের ৫ দিন পর রাশেদা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (০৮ জানুয়ারি) দুপুরে উপজেলার হলহলি বিল থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী রাশেদা বেগম (৭৫) গত ৩ জানুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার দুপুরে রাশেদার বাড়ির অদূরে হলহলি বিলে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।