ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে মোটরসাইকেল যোগে মাকে নিয়ে বোনের বাড়ি যাওয়ার পথে নৈশ কোচের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

রোববার (৮ জানুয়ারি) রাতে জেলার বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার উলিপুকুরি এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা বেগম (৫০)  ও ছেলে ছেলে মিশু (২৫)।

স্থানীয়রা জানায়, গ্রামের বাড়ি থেকে পঞ্চগড়ে বোনের বাড়িতে মাকে নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন মিশু। পথে ময়দানদিঘী এলাকায়  পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নৈশ কোচ তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কোচের ধাক্কায় তারা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান মিশু।

পরে স্থানীয়দের সহায়তায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজা বেগমকেও মৃত ঘোষণা করেন।  

আরও জানা যায়, মিশু বোদা ইসলামবাগ হাফিজিয়া মাদরাসার হেফজখানার হাফিজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পঞ্চগড়ের বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।