গাজীপুর: ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে স্টারলিংক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় স্টারলিংক কারখানার শ্রমিকরা দুপুরে খাবার বিরতির পর কারখানায় কাজে ফিরছিল। শ্রমিকদের নিরাপদে পরাপারের জন্য কারখানার নিরাপত্তা কর্মীরা রশি দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে শ্রমিকরা নিরাপদে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে। সেখানে রশি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্ট করায় শিক্ষার্থীদের বেশ কিছু মোটরসাইকেল আটকা পড়ে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে নিরাপত্তাকর্মীদের মারধর করে। এসময় কারখানার কয়েকজন স্টাফ এগিয়ে আসলে তাদেরকেও মারধোর করে। কারখানার নিরাপত্তাকর্মী ও স্টাফদের মারধোর করার খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এর আগেই শিক্ষার্থীরা সেখান থেকে চলে যায়। পরে শ্রমিকরা সড়কে বিক্ষোভ করে এবং সেখানে একটি ফুটওভার
ব্রিজ নির্মাণের দাবি জানায়। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ থাকে। ফলে উভয়দিকে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা অবরোধ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএস/এমএম