ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। ফাইল ফটো

ঢাকা: রাজধানীতে চালু হওয়া মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

 মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে মেট্রোরেল। এটি নিয়ে মানুষের যে বিপুল আগ্রহ দেখা গেছে। সে বিষয়গুলো আলোচনা হয়েছে বৈঠকে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন মেট্রোরেল নিয়ে আমরা যেন একটু সচেতন হই।  এ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্যও বলেছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় মেট্রোরেল। মতিঝিল পর্যন্ত কবে চালু হবে সে বিষয়ে আলোচনা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।